কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ১১-০৯-২০২১
ইং
***************************************
হৃদয়ে হৃদয়ে বিস্তারিছে গোঢ় অন্ধকার !
বাহ্যিক আর অন্তরে বৈষম্য ঘেরি
চারিধার
মানুষের প্রাণ মম আপনারে মগ্ন করি
ছলনার ছলে ছুটিতেছে জগৎ জুড়ি।
স্পন্দিত হৃদয়ে আজিকার এই ছবি
মানবতা শুন্য জীবন তরী, অস্তমান
রবি
প্রেমে মূর্ছাতুর আলো-রোদন-অরুণ
নিজ স্বার্থে আঁখি যেন দৃষ্টি সকরুণ
স্থির স্পন্দিত প্রাণ- এই পৃথিবীর
বিষাদ
হৃদয়ে হৃদয়ে অসম প্রেমের সংঘাত!
সাম্যের বন্ধন আঁধার ঘন র্নিদয়
নির্ভিক
কারনে অকারনে রক্ত ঝড়াচ্ছে চৌদিক
প্রেম কাঁদিছে বজ্র সুরে, তীব্র
উচ্চতান
হৃদয়কে ছিড়িয়া যেন করিবে দুখান।
প্রেমের সত্যতা পাইনা হৃদয়ের দুঃখে
ছলনার স্পর্শ্ যেন এই পৃথিবীর বুকে
কেউ বুঝে না এ প্রাণ
কেউ বুঝে না মানবতার জয়গান।
রক্ত ঝরা প্লাবনে মানবতা ভেসে যায়
বিশ্রাম করিছে প্রেম, আঁখি না মেলায়
।
----------------------------------
No comments:
Post a Comment