Friday, September 24, 2021

অনুপম ফুলদানিতে

 

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২১ ইং

***************************************.

আমি অপলক চেয়ে আছি ৯৩ বাগানে

কত ফুল ফুটে আছে সুরভী-সুঘাণে !

 

এতো দিন কত খুঁজেছি ভরা যৌবনে

জীবনের গোধূলী লগ্নে তোমারে দেখেছি

শুভ্র কাঁশ বনে

তুমি দুলিছো হৃদয়ের গহিনে-আনমনে

চুপি চুপি বলেছো সকলের মাঝখানে ।

 

তুমি আমাদেরই আত্মার বাঁধনে

৯৩ মঞ্চের সভাপানে-

উর্ধ্বে সব উর্ধ্বে এই ধূলির ধরণীতে

অতুল্য প্রেমের স্পর্শে হৃদয় গাঁথুনীতে।

যেথায় তুমি আর আমি

৯৩ এর অনুপম ফুলদানিতে।

 

এইখানে রেখা দিয়ে ভাগ করা নেই কিছু

ভেদ নাই মানে আর অপমানে তার পিছু!

একই আত্তার বাঁধনে সকলের মাঝখানে

এসো হে এসো হে বন্ধু বন্ধুত্ত্বের জয়গানে।

 

অন্তর বাহির একই আবরণ যেথায় রয়

সেথায় বন্ধুর বন্ধুত্ত্বের আসল পরিচয়।

এ সত্য যেন নাহি ঢাকে ৯৩ ব্যাচের বন্ধুরে

আমি উজাড় করে দিয়েছি এই প্রাণ-তোমারে।

--------------------------------------

 

No comments:

Post a Comment