Friday, September 17, 2021

নির্ঘুম ছুটে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২১ ইং

***************************************.

অদৃশ্য ইথার সমরে যে যুদ্ধটি ঘটে

সে যুদ্ধে পৃথিবীর বহু প্রাণ নির্ঘুম ছুটে!

 

 প্রযুক্তির দিনে- সেই প্রেমাতুর তানে  

চৌদিক চেয়ে দেখি নর নারী পার্শ্ব-পানে

নগ্ন শরীরে বুকে পিঠে পুলকি ছড়ায়ে

আজিকার তারুণ্য মোবাইল পর্দায় জড়ায়ে

 

গভীর রজনি করিছে নিলর্জ্জ ভালবাসা

কি সব আশা ! কি সব ভাষা !

অদৃশ্য ইথারে

কত পর্ণ্ছবি কত কথা বাহারে।

 

বজ্র কালো মেঘে নিভে গেছে প্রেমজ্যোতি- 

অসংখ্য বন্ধু-বান্ধব ! দিবাযামী করে ক্ষতি!

আগামীর আলো নিয়েছে কেড়ে প্রযুক্তির কবি

শিল্পী আঁকিছে নিভৃতে বসে ব্যাদনার ছবি।

 

কোথা হতে তুমি এসেছিলে- হে ইথার তুফান?

বিরহ-তাপিত তোমার এই জয়গান

চৌদিকে অশ্রু ঝরা আঁখি দেখেছি জনে

অন্তর বসতে পৃথিবী ছুটিছে দুর-পানে ।

 

অদৃশ্য ইথার সমরে যে যুদ্ধটি ঘটে

সে যুদ্ধে পৃথিবীর বহু প্রাণ নির্ঘুম ছুটে!

------------------------------------------

No comments:

Post a Comment