কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
*********************************
এখানে গর্ত্ হতে বের হওয়া
ইঁদুরের উপস্থিতি,
প্রত্যেক নিভৃত কোণে
মত্ততা ছড়ায় যথারীতি।
ধরালো দাঁতের কামড়ে
সহসা ভীত হয়ে উঠি,
নিঃশব্দে ইঁদুর বিড়াল
সন্ধিতে মাথিছে এ ঘাঁটি।
এক মৃত্যুর স্পন্দন
প্রতিটি প্রাণের স্তরে স্তরে,
এ রক্ত দানের মাটি
ধ্বংস করিছে খুড়ে খুড়ে।
এখানো সভ্য পৃথিবী
স্বাগত জানায় ভাবাবেগে-
অথচ ইঁদুর চিকন দাঁতে
জালকাটে বিনিন্দ্র জেগে।
বিষাক্ত সর্প্ ডেকে ক্রমশ সমাজ্য গড়ে তোলে,
প্রকাশ্যে দংশন করে
বিদ্রোহী হানাদারের ছলে।
যদিও ফুলে ফলে শষ্যে
ভরা,তবু ধবংস এ মাকে,
এখনো স্বপ্ন বুঁনি,
ইঁদুরের ফাঁদ পেতে দিকে দিকে।
-------------------------------------------------
No comments:
Post a Comment