কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৮-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
মুক্তি তো কারারুদ্ধ আপন
চিত্তের মাঝে,
এখনো যে ভিন সুর বাজে দিবা
কিংবা সাঁঝে।
যদি শুদ্ধ করো হে আপনার
কুলষিত প্রাণ,
মুক্তির পতাকা উড়িবে তবে
স্বাধীন উদ্যান।
------------------------------------
No comments:
Post a Comment