কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
********************************
হে বিপ্লবী, অন্তর -বাহিরে
ঐক্য রেখো প্রবল !
অন্তর লুকিয়ে বাহ্যিক
প্রকাশে নাহি থেকো অটল।
যদি টেক সই বিজয় চাও-যদি
দুর্দিন আসে-
চির সত্য তোমারে সাহস যোগাবে
হরষে।
যদি মিথ্যাকে লালন করো-বিপুল
রাহুগ্রাসে
তোমাকে পাকড়াও করিবে সর্বনাশে-
কুটিল মনোভাব শিথিল যেন হয়
সত্যের মুঠো,
বাধা ডিঙ্গিয়ে এই বিপ্লবে
তত দুর্জয় হয়ে ওঠো।
সত্যের তরে অসুর সাথে করে
যাও সংগ্রাম,
কেউ পারিবে রুধিবে তোমায় এই
ধরাধাম।
এ হৃদয়ের ডাক,চির সত্য পথে
প্রবল রবে,
সত্যই যুগে যুগে বিজয়ী হয়েছে
এই ভবে।
বিপদে যে ধৈর্য সাহাস হারায়-
সে বিপ্লবী নহে কভূ!
ওরে-কুচক্রকে করো না ভয়
সহায় আল্লাহ প্রভূ।
------------------------------------------------
No comments:
Post a Comment