Tuesday, September 10, 2024

কন্ট্রোল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২৪ ইং

*********************************

কন্ট্রোল করিতে পারি নাই -এই পথে,

তাই তারে অপমান করেছি সাক্ষাতে।

 

আসন্ন ক্ষমতার স্বপ্ন বুঁনেছি ক্ষুধার্ত্ প্রাণে,

ডর ভয় কিছু নাই স্বাধীন বাংলার বতায়নে।

শংকর জাতি মোরা জন্মকাল হতে-

নীতি  আদর্শ্ গণতন্ত্র ভাসে উত্তাল স্রোতে।

 

কন্ট্রোল করিতে পারি নাই, আমি তার পুত্র,

জোর জুলম অত্যাচার রগ চটা ধমণীর সূত্র।

আমি যে ক্ষমতাধর কেহ তাহা নাহি জানে!

কন্ট্রোল করিতে পারি নাই , ধরেছি গর্দানে।

 

হায় রে স্বাধীন বাংলাদেশ!

কি বলে -কি করে- কি তার উদ্দ্যেশ!!

রাগ ক্রোধ আক্রোশের মরীচিকা দেশে-

গণতন্ত্রের বুক ভাসে অশ্রু জলে ভেসে।

----------------------------------------

No comments:

Post a Comment