কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
********************************
হৃদয় কুলষিত তাই মানুষ ছুটিছে
পথ ভুলি,
ইসলাম নহে গো কালো -নহে গো
গোধূলি।
শান্তির পতাকা দিয়েছে উড়ায়- এ ধরা তর,
তাগুতের মোহে মানুষ
বুঝেনি তাহা অন্তর।
শান্তির তরে দুঃখরে
ডেকেছি ক্ষণিক দিনগুলি,
মুত্তাকির পথ ভুলে
মুনাফিকের পাল তুলি।
বাক স্বাধীনতা স্থান
কালভেদে ফুটে ফুলবনে,
অন্তর বাহ্যিকে ব্যবধান
দেখি স্বার্থের গুঞ্জনে।
শুনেছি কথার সুর মালা বজ্র
কণ্ঠের উত্তালে,
শুব্রতা দেখেনি জীবন চর্চার
পলে পলে।
হৃদয় কুলষিত তাই মানুষ ছুটিছে
পথ ভুলি,
ইসলাম নহে গো কালো জুঁই
চ্যামিলী শেফালী।
ইসলাম শান্তি প্রিয়, এসো
গো আরো কাছে,
এগো গো শুব্রতা নিয়ে এখানেই
মুক্তি আছে।
--------------------------------------------
No comments:
Post a Comment