কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১০-০৯-২০২৪ ইং
*********************************
ওরে - ওই এল শুনেছি কহে
সন্ধ্যা রবি,
বঙ্গে জন্মেছে খাই খাই
পার্টি নিরুত্তর ছবি।
আলোক প্রদীপ ছিল কহিল
সে জননী,
নিয়েছে লুটিয়ে তাহা খাই
খাই ধরণী ।
এ দ্যুলোক ধূসরময়,
ধূসরময় বঙ্গের ধূলি,
খাই খাই পার্টি নিয়েছে
সব লুটে পুটে তুলি।
বঙ্গে- বৈষম্যহীন
গণতন্ত্রের মহামন্ত্রখানি,
এখন আপন স্বার্থ্ চরিতার্থ্
করার মর্মবাণী।
যে যায় যে আসে সত্যের
যা কিছু উপহার,
রাগ ক্রোধ আক্রোশে
ভাঙ্গি করে চূড়মার।
বাংলার মুক্তি মৃত্যুর
শেষের প্রান্তে বাজে-
ধ্বংস যজ্ঞেরা মত্তে
মাতিছে আনন্দ বিরাজে।
এখানে শুধু খাই খাই পার্টির
আনন্দরূপ,
অসুর ধূলিতে পড়িছে ঢাকা
বাংলার সৌরভ।
-----------------------------------------------------
No comments:
Post a Comment