Wednesday, September 4, 2024

ইনসাফের ফুল

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৪-০৯-২০২৪ ইং

*********************************

এসো এসো ফিরে এসো মুছে দাও জল আঁখি,

তুলে দাও ঘুষ লেন দেন ইনসাফের চিত্র আঁকি।

 

কেন লুট স্বপ্ন আশা, কেন অনৈতিক ভালবাসা?

আজ সকলি ভাগ্যহত, কালো মেঘে ঢাকা ঊষা।

লুটের আগুন, জাতিরে করেছে অঙ্গার কালা,

কান্ডারী দাও ধুলাতে ঢাকি এই নিষ্ঠুর জ্বালা।

 

যদি ইনসাফের ফুল ফোটাও শাখাতে শাখাতে

ফুলের কানন উঠবে হাসি দিবা রাতি বঙ্গতে—

হায় রে কর্ণ্ধার তোর কষাঘাতে কি করে হাসি ?

তুই যে সুদ খোর, ঘুষ খোর দুর্ণীতিবাজের শশী ।

 

তোরে বেঁধেছিলাম প্রাণে শুধু ইনসাফের জালে,

আর তুই ভাসালি হায়- শত ব্যাদনার অশ্রুজলে।

---------------------------------------------

No comments:

Post a Comment