নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৬-০৭-২৩ ইং।
******************************
তুচ্ছ করেছো বলেই পেয়েছি স্বর্ণ্ কমল,
ছাঁই পুড়ে হয়েছি সোনা এই ধরা তল ।
অযূত ঘৃণাকে ভেসেছি ভাল, মন -প্রাণ,
তাইতো ঝরেও হয়েছি বকুল
হয়েছি সৌরভ ঘ্রাণ ।
তুচ্ছ করেছো বলেই পৃথিবীর এত জানাজানি
ওই বিজয় কেতন আমার হাতে
জনে জনে কানাকানি।
আমি এ পার, তুমি ও পার
তবু করেছি সেতুবন্ধন বাধার পাথার
তুচ্ছ করেছো বলেই সুখ স্বর্গের হাতছানি,
আমি বিরহী তবু পেয়েছি প্রেমের ছোঁয়াখানি।
তুমি হারিয়েছো বিজয়, হারিয়েছো পরিচয়,
তুচ্ছ করেছো বলেই আমার আজ সূর্য্দয়।
------------------------------------------
No comments:
Post a Comment