নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৬-০৭-২৩ ইং।
******************************
হে মুক্তি! কার কাছে যাবো আমি অবশেষে !
দুর্ণীতিবাজ লুটেরা দেশটারে খেয়ে গেল এসে।
স্বাধীনতা পেয়েছি মুক্তির কাছে হার মানি শেষে,
রক্তে পাওয়া বিজয় কেতন লুটায়ে,
সমর জয়ী অমর তরবারী হারায়ে।
দিনে দিনে আঘাতে হানে জনতার বুকে,
ওরা সবে দেশটারে লুটে পুটে অট্ট হাসে,
যুদ্ধে পাওয়া স্বাধীনতা আজ বড় দুঃখে !
জ্ঞানী গুনি সুশীল সব তৈল দেয় কেশে।
পেশা জীবি চাটুকার দলে দলে ভারী,
টেন্ডারবাজ সিন্ডিকেট একই মন্ত্র পড়ি।
এইসব দেখে জাতি ফেলে শুধু অশ্রুজল,
ক্ষমতার আড়ালে অর্থ্ বৈভব বাহু বল।
আজ বিদ্রোহ কর রক্ত –রথের চূড়ে,
ভেঙ্গে দাও নিপাত কর শক্ত হাতে ধরে।
-----------------------------------------
No comments:
Post a Comment