|
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা |
|
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর |
|
তারিখঃ ০৮-০৭-২৩ ইং। |
|
****************************** |
|
স্বাধীনতার
পর কেটে গেল কতটি বৎসর, |
|
তবু
স্বাধীকার হয়নি প্রাণবন্ত এই প্রান্তর। |
|
গর্বিত
অর্জনগুলো প্রায় মৃত -স্থবির, |
|
শুধু
দুর্ণীতিবাজ লুটেরা নির্ভিক অনশ্বর। |
|
একটা
বজ্র কন্ঠ নেই
, একটা নিদের্শিত অঙ্গুলি নেই |
|
যার
ডাক শুনে ঐক্যবদ্ধ হই !প্রতিবাদ মিছিলে যাই |
|
এখানে
শুধু ক্ষমতা লোভী কুলাঙ্গারে ভরপুর ! |
|
দেশ
প্রেমের স্পর্শ্ নেই দিকপালের পরিসর। |
|
স্তব্দতা
চারিদিকে রাত্রির আকাশে ! |
|
ছদ্মবেশীদের
আনাগোনা বিপুল হরষে। |
|
স্বাধীনতার
পর কেটে গেল কতটি বৎসর, |
|
তবু
গণতন্ত্র হয়নি প্রাণবন্ত ! |
|
স্বৈরতন্ত্রের
অনলে গণতন্ত্রের ডাক ! |
|
সু-শাসন
জ্বলে পুড়ে ছাঁই অতঃপর |
|
স্বাধীনতার
পর কেটে গেল কতটি বৎসর। |
No comments:
Post a Comment