নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৭-২৩ ইং।
******************************
উড়ন্ত মোটর সাইকেলে মরণ দিয়েছে
সুর,
হারিয়েছে প্রাণ কত শত দুরন্ত কিশোর।
থেমে গেছে ছন্দমালা দুঃখের ক্রন্দনে,
টিনেজ কিশোর ছুটিছে ওই দুরন্ত
যৌবনে
অমানিশা হেনেছে আঘাত বিষাদবিধুর!
শোকের ছায়া এসেছে নেমে প্রমোদসিন্দুর।
উড়ন্ত মোটর সাইকেলে বিচিত্র বন্ধনে
আঁকা বাঁকা পথে হেলে দোলে ছন্দ
তানে
কত শত কিশোর মৃত্যুর মুখ-পানে
তবু ওরা হয়না শান্ত !
তবু ওরা হয় না ক্ষান্ত !
পৃথিবী ভালবাসিয়াছে তার ধূলিমাটি-
তবু সে বুঝেনা যম দূতের নিষ্ঠুর
লাঠি—
ফিরে এসো শৃঙ্খল পথে ঘৃণা করি
তারে,
তেমার পানে চেয়ে আছে পৃথিবী
আসন্ন মুক্তির অভিসারে—
---------------------------------------
No comments:
Post a Comment