Sunday, July 2, 2023

এই লজ্জা কার ?

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ছোট - বড় এরা সব চোরের দল,

যখনই পেয়েছে তখনি ক্ষমতারে করেছে সম্বল।

আদর্শ্ নাই, দুর্ণীতি আছে, শুধু সিন্ডিকেট আছে

ক্ষমতার আনন্দ নিয়ে লুটের তরঙ্গে এরা নাচে।

দেশ প্রেম নাই, নাইকো সঞ্চয়

এরা মীরজাফর, এরা দেশদ্রোহী নিশ্চয়।

রক্তিম অশ্রু ঝরে দুর্নিবার মেঘে,

জনতার মুক্তি ভেসে যায় স্রোতোবেগে।

ছোট - বড় এরা সব চোরের দল,

এরা চঞ্চল, এরা বাহু বল, এরা লুটেরা দল !!

দুর্ণিনীতির প্রবল বর্ষ্ণ ধারায়

আজ যে মাতৃকা পথ হারায়

দুর্ণীতিবাজ তকমায় ঘুরে বেড়ায়, দেশ- বিদেশে

এই লজ্জা কার ?

 -- -----------------------------------   ---

   

No comments:

Post a Comment