নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০২-০৭-২৩ ইং।
******************************
ওরে ক্ষমতার ফুল !
তুই কেন এত নির্দ্য় নিষ্ঠর এত
ভুল ?
তোর কেন নেই ন্যায় নীতি আদর্শের
গুন,
তুই কেন চৈতালী খরার তাপ দাহ-আগুন?
তুই কেন স্বৈরাচার দেশদ্রোহী কুলাঙ্গার
তুই কেন জুলুম অত্যাচারী নির্ভ্য়
দুর্বার
তুই কেন দুর্ণীতিবাজ লুটেরা
তুই কেন চাঁদাবাজে দিশেহারা ?
তোর কেন এত অর্থ্ সম্পদ দেশ-বিদেশে
তোর চলবন কেন এত হরষে, এত বরষে
ওরে ক্ষমতার ফুল
তুই যে বাজিয়ে দিলি বিষের বাঁশি
চেয়ে দেখ জনতার মুখে নেই হাসি।
----------------------------------------
No comments:
Post a Comment