নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৭-২৩ ইং।
******************************
সুদের টাকা ঘুষের টাকা ,কোন ঘরের বৌ তুমি ?
অবৈধ প্রণয় করে কোন সন্তান আনছো ভূমি!
জামাই তোমার দুস্যু ডাকাত ওগো কপাল পোড়া,
কাল হাশরে অগ্নি হবে নাই তো কোন ছাড়া।
সব ভুলে সাঁঝের প্রদীপ চাইবে বেঁকে বেঁকে
দৃষ্টি তোমার আঁধার হবে বুকটা কেঁপে কেঁপে !
যে সন্তান জন্ম দিলে জগৎ সংসার সুখে
কেউ রবে না বিপদ দিনে রবে শুন্য বুকে।
এই যে তোমার অর্থ্ -বৈভব- অযূত মণিহার,
সুদ বলো, ঘুষ বলো দিবে না কভূ ছাড় !
এই যে এতো খাই খাই. নয়তো তোমার ভাই
সুদের টাকা, ঘুষের টাকা কিছুই সঙ্গে নাই।
---------------------------------------------
No comments:
Post a Comment