Sunday, July 2, 2023

আল-কোরআন তোমার মুক্তি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

হে পৃথিবীর যত আছো মুমিন-মুসলমান

শুন হে শুন ,

ওরা করেছে প্রভূর কোরআনকে অপমান !

গর্জে উঠ তৌহিদী প্রাণ, বেঁচে আছো যতক্ষণ

ধবংস  করো ওইসব মুনাফিক কাফের বেঈমান ।

তোমার এ জীবন ততক্ষণ তব আলো

যতক্ষণ কোরআন অন্তরে রাখো, পৃথিবীতে জ্বালো।

আল-কোরআনেই মুক্তি, কোরআনেই সব ধন !

তবু ওরা করে প্রহসন, তবু করে অপমান

তুমিতো মুমিন-মুসলমান তৌহিদী প্রাণ

তবে কেন নতশির ওইসব কাফের বেঈমান ?

তুমি জেহাদী রক্ত, তুমি শহীদের উদ্যান

তুমি বিজয়ের কলতান !

দৃঢ় ঈমান তোমার শক্তি

আল-কোরআন তোমার মুক্তি ।

এসো হে এসো আল্লাহ’র প্রদীপ নিয়ে,

মুমিনের মুক্তি যে তাঁরই গান গেয়ে।

--------------------------------------------

No comments:

Post a Comment