Sunday, July 2, 2023

নদীর গতিপথ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ভূমি দস্যু নদীর গতিপথ ভঙ্গ করি,

কূলে কূলে দালান কোঠায় দিয়েছে ভরি।

চারিদিকে অথৈ নদী ভোগ দখলের উত্তাপে

জল শুন্য ধূঁ ধূঁ বালুচর বিরহের প্রলাপে।

থমকে গেছে জলরাশির যৌবন গান,

নৌযান বয়ে চলে বুক চিরে এই উদ্যান

নদীতে নেই তরঙ্গ খেলা

শাসকে নেই শাসনের ভেলা

অশ্রু শিশির স্নানে স্নিগ্ধ বসূধায়

জনপথ ভেসে যায় বিপুল শ্রবাণ ধারায়।

প্রকৃতির আর্শীবাদ পানে-

খুলে দাও নদীর গতিপথ যৌবনের গানে।

যে গতি পথ ভূমি দস্যু রুদ্ধ করি

উচ্চহাস্যে- অগ্নিরসে আইনের গলা ধরি।

----------------------------------------

 

No comments:

Post a Comment