Sunday, July 2, 2023

ওরে দুর্ণীতি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ওরে দুর্ণীতি, তোরে আজ করব উতলা,

ঝংকারমুখরা এই বাংলারমেখলা !

রন্ধে রন্ধে তোর অগ্রাসনের পদধ্বনি শুনি,

আজ উঠাবো তোর বক্ষে ধ্বংসের রনরনি।

একজন সৎ যোগ্য বীর চাই

যদি থাক কেউ ?

প্রতিবাদ মিছিলের সম্মুখে এসো উঠাবো ঢেউ।

বাঙালির অন্তরে জাগিছে মুক্তির ব্যাকুলতা

আমি বলতে এসেছি তোমাদের সেই কথা ।

দুর্ণীতিবাজেরা রক্ত চুষে চুপে চুপে-

দিবো না থাকতে ওদের কোনভাবে, কোনরূপে।

স্বাধীন পতাকা পেয়েছি রক্ত শহীদের রক্ত দানে,

আমার সোনার বাংলা, তোমায় ভালবাসি প্রাণে প্রাণে।

ওরে দুর্ণীতি, তোরে আজ করব উতলা,

ঝংকারমুখরা এই বাংলারমেখলা !

No comments:

Post a Comment