Sunday, July 2, 2023

ওরে পাগল জন

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-৭-২৩ ইং

******************************

ওরে গণতন্ত্র কি আর ?

শুধু কি ভোটাধিকার ?

আরো কত কি আছে তার কি সমাধান ?

বুঝে, না বুঝে গেয়ে উঠিস একই গান ।

দিতে হবে দিয়ে দাও ভোট চাই, ভোট চাই

আরো কত কি আছে তার কোন খবর নাই।

ওরে পাগল জন, ওরে ঝরা বকুল,

তুই তো ধূলোয় মিশে কৌতুকে আকুল।

অহেতুক পথে পথে করে যাস কোলাহল,

তুই যা ভাবিস তারে ,নহে তারা সে দল।

তারা তো গন্ধে রঙে একই বর্ণ্ময় !

গণতান্ত্রিক হয় তারা ক্ষমতা হীনের সময়।

মসনদের লোভে এতসব ঠেলাঠেলি করে,

পাগল জন না ‍বুঝে দৌড়ে দৌড়ে মরে।

-----------------------------------------

No comments:

Post a Comment