Tuesday, July 8, 2025

জনতার ক্যামেরা

 

জনতার ক্যামেরা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৮-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

দিকে দিকে জনতার ক্যামেরা ওঁত পেতে আছে,

অডিও ভিডিও ছন্দ মিলে মিলে ইতিহাস রচিছে।

 

জনতার ক্যামেরা পথ ঘাটে শহর গঞ্জে বিনিন্দ্র প্রহরী,

তোমার সুর গান ছবি রের্কড করিছে একে একে ধরি!

এই রাঙা চোখ গর্জ্ন তর্জ্ন বাহু বল ফ্যাসিবাদ,

সন্ত্রাসী দখল চাঁদাবাজি মব তন্ত্রের যত কষাঘাত।

 

জনতার ক্যামেরায় তুমি সজ্জিত আছো উদ্দাম যৌবনে,

কোথায় পালাবে হে! আজকের তুমি আসন্ন দিনে?

মিথ্যা ছলনার বিপ্লবে তুমি দিয়েছো নবীন রক্তিমা,

আসেনি ফিরে অধিকার,এখনো অধরা মুক্তির সীমা।

 

জনতার ক্যামেরায় দেখেছি -নবীন এক ভয়ঙ্কর হাঙ্গর,

যে কিনা গ্রাস করিতে চায় পদ্মা- মেঘনা- যমুনার চর !

মুক্তির ছবিতে তুমি খলনায়ক ! বঙ্গ জনতার ঘৃণা!

এই বিপ্লবের বিশ্বাস ঘাতক! মীরজাফরের নব সূচনা।

 

দিকে দিকে জনতার ক্যামেরা তুলিছে আজকের ছবি,

আসন্ন দিনের পদার্য়্  উঠবেই জেগে হে বিপ্লবী কবি।

তুমি হয়তো নায়ক ! নয়তো খলনায়ক!

জনতার ক্যামেরা আছে পিছু -সর্বাত্মক।

-------------------------------------------------

 

 

মারুফের চিৎকার

 

মারুফের চিৎকার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৬-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

আমাকে বাঁচাও -মেডিকেল নাও - এক্সিডেন্ট করেছি ভাই,

মানুষ দেখলো,মানুষ শুননো তবু কাছে কেউ যায় নাই !

ওরে তোরা কি শুনেছিস মারুফের চিকারখানি?

তার কণ্ঠে বেজেছিল ব্যাদনাতুর মৃত্যুর বজ্রধ্বনি!

 

মারুফের চিকারে কম্পিত হলো পথ ঘাট সমীরণ,

তবু মানুষের প্রাণ জাগেনি মানবতার ডাকে মৃত্যুক্ষণ।

রক্তমাখা শরীরে নিথর দেহ তব চোখের অপলক দৃষ্টি,

মানুষ বুঝেনি, মানবতা বুঝেনি মারুফের অশ্রুবারি কৃষ্টি।

 

পৃথিবী কতটা অমানবিক কতটা নিষ্ঠুর তাহা কি জানো?

কেউ বুঝনি শরীরের ভাঁজে ভাঁজে কতটা যন্ত্রনা বিছানো।

মারুফ আর আসবে না! আর ডাকবে না চিৎকারে চিকারে,

সে অভিমানে চলে গেছে রক্তমাখা শরীরে দূরে- বহুদূরে!

 

তবু বলে যায়নি এই পৃথিবী বড় নিষ্ঠূর, বড় নির্দ্য়,

রক্তে রক্তে লিখেগেছে মানবতার কবিতা মৃত্যুসময়।

রক্তে মাখা মারুফের নিথর দেহ অলক দৃষ্টি!

ধরনীর ভাঁজে ভাঁজে করেগেছে শুন্যতার সৃষ্টি।

 

হে মারুফ! তুমি ভালথেকো অনন্তের ঠিকানায় অফুরান,

দুইহাত তুলে এই ফরিয়াদটুকু করি আল্লাহ মেহেরবান।

-------------------------------------------