--------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে প্রেমের টানে হৃদয়ের গান উঠে বাজি
সে সুর যে নিয়ে যায়
অশ্রজলে ভাসি আজি
তুমুল স্পর্শে তরী ডুবে
যায় রক্ত গঙ্গায়
তীব্র বিরহে ভেঙ্গে যায়
স্বপ্নের নীড় বসূধায়!
ভাসনার তরঙ্গে ব্যথাতুর
সুর উঠে বাঁশিতে
প্রেমের ভঙ্গিতে রঙ্গ তরীতে ভাসিতে্
দেহ ছুঁড়ে দেয় কামুক
সঙ্গীর উরুতে
প্রাণের সূযটা নিভে যায়
নিস্প্রাণ মরুতে।
যে প্রেমের টানে তরুণ
তরুণী দুলে দুলে
পথ চলে অজানায় নগ্ন
ভঙ্গিতে, অট্টহাসিতে
অকুল জলে ভাসিতে ভাসিতে
অমূল্য ইজ্জত লুটিতে
লুটিতে ।
হে প্রেমিক, হে প্রেমিকা গান গাও
নব
হৃদয়ে হৃদয়ে প্রেমের সুর তুল
বাঁশিতে
রুখে দাও যৌবন ঝড় কুভাসনায় তব
ভালবাসার তরী থাক না ভাসিতে।
জীবন তরঙ্গ গিয়েছে থেমে কাপুরুষের ঘর্ষণে
ধর্ষণে! ধর্ষণে! ধর্ষণে!
প্রাণ দিয়েছে রক্ত গঙ্গায় প্রেম
মঞ্চের ফাঁসিতে।
আর বাজে না রঙ্গ সুর দু’ই
শয়তানের বাঁশিতে।
---১২-০১-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment