Thursday, January 14, 2021

তোমায় খুঁজে নিবে স্বপ্নের পাখি

 

---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তোমার  রূপ লাবণ্যে জ্বলে অগ্নিশলা

দুষ্টেরা সব বুঝতে পারে।

 

সৌন্দ্যর্য্ প্রকাশ কেন হিংস্র জন্তুর দুয়ারে

কেন জাগাও হে রূপবতী আলোর পরিভাষা

প্রকাশ্যে অলি গলি নিষিদ্ধ পল্লী-

কিংবা দিবা রাত্রির অন্ধকারে--

 

পৃথিবী জানে, ঘরের বাইরে শুকুনেরা ওঁত পেতে আছে

লুট করে নিবে কামিনীর সোনাদানা,

লুকায়ে রাখো রূপের বহর অজানা ।

দূরের দৃষ্টি মেঘে তুমি ভেসে যাবে অশ্রু জলে

ঘরে তোমার সায় ছিল না

এই যে রূপের খেলা ধূলা, এতো তোমার

শিকারী শুকুন কেনা-

 

শুকুনেরা বুঝতে পারে,কামিনীরা তাই আসে খাঁচার বাইরে

তাই আসে ফের শুকুনের ধারে।

জানোয়ারও তেমনি রূপের বিভোরে শুল বিঁধে থাকে

তুলতুলে স্বর্গ্মর্তে হিংস্র রূপে।

 

দূরে থেকেও প্রেমের প্রাণ খুলে  দিবে

রহস্যে ঘেরা তোমার সজ্জায়।

ফিরে যাও, ফিরে যাও নিরাপদ খাঁচায়

তোমায় খুঁজে নিবে স্বপ্নের পাখি পরম সাধনায়।

১৪-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

No comments:

Post a Comment