----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আপন কর্ম্ ঘেরি আছে ভাগ্যের চারিধার;
কে বলে ভাগ্য নাই বিশ্বাসে বিধাতার?
দুইয়ের সংযোগে দুর হয় জীবনের অন্ধকার
আলস্যে নাহি পাবে তুমি
ভাগ্যের সম্ভার।
খোঁজে নাও ভাগ্য পিতা আপন
কর্মে একাকী
উড়ে যাও তুমি জগতপানে নাহি
দিয়ে ফাঁকি
হারবে কিনা জিতবে
এই ভাবনায় নাহি মগ্ন করি
দৃঢ় চেতায় সম্মুখে চলি
বিজয়ের পথ ধরি।
ভাগ্যের চাকায় দেখবেই তুমি আপন জয়ের ছবি
ভাগ্য শূন্য নহে কোন
প্রাণ রচিছে বিশ্বকবি।
হারিবার আগে হারিছো যদি
পাবেই গভীর বিষাদ
আলস্য প্রাণ জিতিবে না কভূ,
কটিবে না অবসাদ।
ভাগ্য রুদ্ধ হলো কোনখান
হতে?
অন্ধকারগন আলস্য কোন
প্রাণ পথে।
আপন কর্ম্ ঘেরি আছে
ভাগ্যের চারিধার;
কে বলে ভাগ্য নাই বিশ্বাসে বিধাতার?
--১০-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment