Monday, January 25, 2021

বড় অসহায় প্রাইমারী শিক্ষক

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

শিক্ষা অফিসে দায়িত্ববোধ নাহি পাই

কেরাণীর কাজ কি ভাবি আমি তাই।

 

যে  সিন্দুক দেখেছি আমি কেরনীর মাঝে

সে যেন এক বিষাক্ত ফোঁড়া রাষ্ট্রিয় কাজে

ঘুষের চাঁদর বিছায়ে আছে  চেয়ারে বসে

শিক্ষক টাকা না দিলে কাজ নাহি হাসে।

 

বড় অসহায় প্রাইমারী শিক্ষক ওদের ধারে

প্রত্যেক কাজে উপরি টাকা দিতে হয় তারে।

 

দিনের পর দিন পার হয়-

শিক্ষকের কাজ প্যান্ডিং রয়!

শিক্ষা অফিসে -ওরা বধির- ওরা অন্ধ!

ঘুষের টাকা না দিলে করে গাল মন্দ।

 

ওহে কর্তা, তোমার শিক্ষা অফিস নিশীথ ঘন অন্ধকারে!

দেখেছো কি কভূ কেরানীরা ছুটেছে কোন অভিসারে?

শিক্ষা অফিস গিয়েছে কালো মেঘে ভরি

বজ্র বিজলীতে শিক্ষকের প্রাণ মরি মরি!!

 

ঘুষের চাঁদর বিছায়ে আছে  চেয়ারে বসে

শিক্ষক টাকা না দিলে কাজ নাহি হাসে।

 

---২৫-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

No comments:

Post a Comment