Wednesday, February 3, 2021

প্রেমের বিয়ে


----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

গহিন হৃদয়ের মর্হুমুহু বিস্ফোরণে তুলেছিলে ঝড়

কি এক পরম পুলকে বেঁধেছিলে ভালবাসার ঘর!

তরঙ্গে তরঙ্গে ভেসে দিয়েছিলে প্রেমের নৌযান

নোঙ্গর করেছিলে প্রেমিকের সাথে  সংসার জীবন।

আজ কি এমন হলো?

 

তোমাদের তুমুল যুদ্ধে সেই প্রেম আজ চৌচির!

ভালবাসার তরী এখন ধীরস্থির

মান অীভমানে চলছে তরী বাকরুদ্ধ শ্লোগানে

চৌদিকে শুনি  ভাঙ্গনের সুর স্বপ্নের বন্ধনে

এ কেমন প্রেমের বিয়ে---

 

তোমাদের দ্বন্দে কাঁদছে পৃথিবীর আকাশ-পাতাল

বাগানের পুস্প দু’টো আজ অসহায়-বেসামাল।

থামবে না  কি এ বজ্র বিজলী!

এ ঘুমোট আকাশের অশনি?

কোথায় সেই প্রেমের উপমা- হৃদয়ের হিরেমণি?

 

 যুগল হৃদয় আকাশে জেগে দাও ত্যাগের পূর্ণিচাঁদ

আঁধার পেরিয়ে আসবে ফিরে প্রেমের আসল স্বাদ।

এক মঞ্চে সুর তুলে গাও সাম্যের জয়গান

জাগিয়ে তুলো হে বাগানের পুস্প-

আগামীর সন্তান ।

 

আজ শুনি বিচ্ছেদের গান সংসার প্লাবনে

এ কেমন প্রেমের বিয়ে?

----০৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

No comments:

Post a Comment