Tuesday, February 23, 2021

ধাধার চর

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

ধাধার চর ঠাঁই দাঁড়িয়ে আছে শীতলক্ষ্যার কলোতানে

তরঙ্গ জলে গা ভেসে রূপসী বাংলার জয়গানে

স্থল মাঠ ছেড়ে দিয়ে প্রকৃতির আহবানে

সুহাসিনী ডানা মেলে উড়ে যায় নক্ষত্রের পানে-

 

পাক পাখালি ডানা মেলে-কিচির মিচির শব্দ শুনি তার;

দিন রাত প্রতিদিন অজস্র অপার-

রমণীর কিনারা দিয়ে কতো যে নৌকার ক্ষিপ্ত ঢেউ

তবু বুকে আগলে রাখে আম জাম কাঁঠাল লাউ।

 

গরু ছাগল হাঁস মহিষ ছুটিছেতেছে-মুক্ত ছুটিতেছে তারা

ফুলে ফলে, বৃক্ষ ছায়ায় ,তরুলতায় ,প্রভাত সন্ধ্যায়

কৃষাণ -কৃষাণী, যুবক যুবতী- এই বসুন্ধরা!

 

তার হৃদয়ে আছে , সৌরভের বিশাল আকাশ

গৌরবের মহা প্রলয়- আছে ঢের বিপ্লবী ইতিহাস

 

ধাধার চর  এক রূপসী বাংলার চিরচেনা মুখ

প্রকৃতির এক অপরূপা স্বর্গ্ ভূমি-পৃথিবীর সুখ!

তোমার চৌদিকে শান্ত জল রাশি প্রবাহমান।

তুমি প্রাণের স্পন্দন- মাতৃকার আরেক সন্তান!

-----২৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment