--------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************
স্বাধীনতার আনন্দটা দেখিনা
বহুকাল!
এই পতাকা তলে দুঃখ এসে বসেছে
আজকাল
খুঁজ নিয়ে জানা গেল সবই ঠিক আছে,
শুধু
ঠিক নেই হৃদয়ের সংবিধান। রক্ত
ঝরা প্রাণে
ভালবাসাকে নিহত করে প্রহরীরা
ছুটেছে
ডাকাতের বেশে রাত্রির আঁধারে-
মেঘমালার ভিতরে সূর্য্ ঢুকে
গেছে, স্বাধীনতায়
স্বাধীনতা নেই! আছে কিছু চোর
বাটপার, হ্যাইজাকার
আছে কিছু বিশ্বাস ঘাকত শিমুল
পলাশের ডালে ডালে
ছুঁ মেরে নিয়ে যায় আমার অধিকার-
স্বাধীনতার বুকে এখন তপ্ত তৈলের
বুদবুদ
মঞ্চে মঞ্চে নিস্ফল গর্জ্ন, কালো
সাদার মধুচন্দ্রিমা
সেনাপতির মশাল জ্বলেনি এখনো
যুদ্ধের সমরে-
সিন্দুক ঘিরে আছে ডাকাতের দল!!
স্বাধীনতার বুকে এখন তপ্ত তৈলের
বুদবুদ ।
----১৬-০২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment