Thursday, February 11, 2021

কেউ নেই আঁধারে

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************

মোবাইল সর্বনাশা, দেহ মন চিৎপাত,

ছেলে মেয়ে হু হু করে কেটে দেয় দিনরাত;

কি দেখে কি না কোন কিছুর অর্থ্ নেই

দেখছে তো দেখছে তাড়াহুড়ো সেথা নাই

যত কথা তত পাতা মেসেঞ্জারে পাঠাইয়ো

মোট কথা পর্ণগ্রাফি গভীর নিশি রাখিও ।

আমি আছি তুমি থেকো ফেইজবুক পাতাতে

দু’জনে সারারাত মাতবো রঙ্গতে-

ভাল করে চেয়েদেখি কালো রেখা সম্মুখে

ছেলে কি, মেয়ে কি  অন্ধকার ভূ-লোকে।

মোবাইল! মোবাইল! সর্বানাশা চাপিয়ে

তারুণ্যের শক্তি দিয়েছে আজ নিভিয়ে

মোবাইলে চেয়ে দেখি নগ্ন কেউ ওধারে

লেখা আছে আমি তুমি, কেউ নেই আঁধারে।

ইন্টারনেট কয় কথা, রোজ দেখি তাই ত

পর্ণগ্রাফি এক সাথে,লাজ সরম নাই ত।

আধুনিক ছেলে মেয়ে মোবাইল হাতে কয় সে

এমন যন্ত্র দেখি নাই আগে- যা চাই তা দেয় হরষে।

মোবাইলে চেয়ে দেখি নগ্ন কেউ ওধারে

লেখা আছে আমি তুমি, কেউ নেই আঁধারে।

অবশেষে পরকিয়া মাথা দেয় ঘুলিয়ে

ঘুম থেকে ওঠে দেখি বউ গেছে পালিয়ে।

----১১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment