Friday, February 12, 2021

ভালবাসা দিবসে

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মানুষের প্রাণে প্রাণে তাগুদের ভরে,

কালোকে সাদা ভেবে জগত পানে ঘুরে

ছোটে বড় ছেলে মেয়ে মানুষের ছানা

ওইখানে উড়ে য়ায় মেলে কালো ডানা।

 

এক সাথে ছেলে মেয়ে রঙ্গে ঢংঙ্গে চলে

ভালবাসা দিবস নামে হারায় কূলে কূলে

নবীন প্রবীণ ,বুড়ো বুড়ি যায় একই ঘাটে

কোলে কোলে বুকে বুকে হাত ধরে ছুটে

 

কি যে ধুমধাম! আউলা ঝাউলা থাকে

ওই অঙ্গে অঙ্গে  রঙ্গ ছবি আঁকে।

কতো রঙে কতো ঢংঙে কতো আদর করে

ক্ষণে  ক্ষণে কতো রঙ, কত রূপ ধরে

 

ভালবাসা দিবসে  ফোঁস ফোঁস ফোলে

ভালবাসি ভালবাসি কতো ঝড় তোলে!

যৌবনের উত্তালে প্রেম করে কানা

ধরো ধরো করো করো পরিশেষ হানা

 

ভালবাসা দিবসে জীবন যায় ঘুচে

হৃদয়ের যত প্রেম সব দেয় মুছে।

----১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

No comments:

Post a Comment