------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*******************
এখনো স্বাধীন পতাকার ভেতরে
মাঝে মাঝে দেখা যায় গোল
অগ্নিকান্ড!
লাট সাহেবের মুখে জ্বলন্ত সিগারেটের
আগুন
পোড়ে অঙ্গার করে দিচ্ছে
কোটি কোটি জনতার প্রাণ-
বিদ্রোহী সেনাপতির মতো জেগে ওঠে
অধিকার হরণের উদ্যান।
সিংহাসনে হেলান দেওয়া মানুষটি
অপলক দেখছে,শুধু দেখছে
লাল-সবুজ রঙগুলো ধূসর হয়ে যাচ্ছে
দুর্ণীতির প্রখরে
তবু চেতনা ফিরে আসে না আঁধার
প্রহরে
আর তখনই
লাল সবুজ পতাকার ভেতরে
মাঝে মাঝে দেখা যায় গোল
অগ্নিকান্ড!
-----১৫-০২-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment