---------মোঃ
আমিনুল এহছান মোল্লা
ভয় পেয়ো
না, ভয় পেয়ো না, বেশী কিছু চাই না-
বলছি
শুধু চেষ্টা করে, তুমি একটু যাও না ।
পারবে
তুমি নবীণ আলো, চাই দেখি ভয়ে নেই,
তোমায়
নিয়ে উড়ে যাব, কে থামায় সাধ্য নেই!
ভীতুরা
কাজ দেখে ভাই ভয় পায় কতই না-
জানে
না সে জানে না বীর যোদ্ধা দমেনা ।
এস এস
যুদ্ধে এস, শোধে যাও তোমার ঋণ
জয় করে
এগিয়ে যাও অমর রও চিরদিন।
ভয় পেয়ো
না ,ভয় পেয়ো না,অন্য কিছু লাগবেনা !
প্রাণে
তোমার শপথ আছে তাই সেথায় হারবে না!
অভয়
দিচ্ছি, শুনছ কি ? ধরেছো নাকি বই টা ?
ধরলে
তুমি আঁধার কেটে পাবে তখন আলো টা !
ভয় পেয়ো
না, ভয় পেয়ো না, তুমি সেই সাহসী দলে-
আঁধার
কেটে আলো দিবে ঝরা জীর্ণ্ ব্যর্থ্ ভুলে ।
-------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
****************
No comments:
Post a Comment