----------মোঃ
আমিনুল এহছান মোল্লা
অচেনা সুর
ইথারে ভেসে বাজে কানে কানে
কে সে ওগো জাগে মনে মনে আপনারই কোনে ?
ভাবিনিতো
কভূ আখি তার খুলে
প্রেম ডানা মেলে ।
কখন যে এলে
শিরহিত বোঁটে পাপড়ি ঐ খুলে ।
ভাবিনিতো
কভূ ভালবাসি তোরে
যাব ঐ দুর
গহিনের নীড়ে ।
চমকে ওঠি
ঐ দুর চেয়ে
যাস তুই সেই
প্রেম তরী বেয়ে ।
কে তুই ওগো
ভালবাসা জয়ে ?
হৃদয়ের গহিন
ডানা ঐ মেলে ।
হাসি ভরা
মুখে চুপি চুপি এলে ।
যাস ঐ দুর
সুখ তরী বেয়ে হৃদে পাল তোলে ।
সেই পথে যদি
আসে বাঁধা ধেয়ে নাহি কভূ ভুলে ।
ভালবাসি তোরে
প্রেমিকার মত ক্ষণিকের কূলে
মোহ নেই কভূ
তবু চাই তোরে ভালবাসি বলে ।
আয় তুই আয়
ভালবাসি তোরে আমারই কোলে ।
জানিনা কভূ
পাব কিনা তোরে সেই রূপ হালে
পবিত্র প্রেম
আজও জাগে মনে গহিনের পালে।
----------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*********************
No comments:
Post a Comment