----------মোঃ
আমিনুল এহছান মোল্লা
যেথায়
জাতির ছোট সোনামণি খানি
সেখানি
আর কেউ চায়না যেতে,
সত্য
পথে দেয় নাকো লেখাপড়া,
আলো
পায় না সোনামণি স্কুলেতে ।
শিক্ষার্থীর
মধ্যে সবচেয়ে যে ছোট
ভুলে
ভরা বইয়ে ডাকে সবে তাকে ।
জানুয়ারীতে
যে বই এসেছিল,
আলো
তার নিভেছে সব আগে ।
চায়না
বিদ্রোহী জাতি হউক খুশি,
খুশি
ছিল অজ্ঞ দুষ্টদের নীড়,
আগামী
গেছে হায়, দুষ্ট রঙে মিশে,
ভুল
শিখে যাচ্ছে ছোট সেই বই পড়ে ।
গেয়ে
গেছে ভ্রান্ত, মি্থ্যের পালা,
ভেঙ্গে
দিয়েছে প্রণেতা স্বপ্নের দাবি ।
ভুলে
ভরা বই যে সোনামণি পেয়ে
সেই
দিয়ে ভাবে ওরা এটি জ্ঞানে চাবি !
ঐহিত্য
গেছে, ঐতিহ্য গেছে ওরে !
বাঙ্গালী
সুরে বাজেনা আর সেই বাঁশি
মায়ের
আঁচলে ঘেরা সোনার মুখখানি
মন তরী হঠাৎ সাম্প্রদায়িক জলে!
ডুবে
গেছে পিতার অঙ্কিত স্বপ্নের রাশি,
হানা
দিয়েছে শত্রু ঐ স্বাধীন ঘরের মাঝে
কুটকৌশলে
বইয়ের পাতায় স্বপ্ন পরবাসী।
আগামীর
যে ছোট সোনামণিগুলি
তাদেরকে
আজ ফেলেছি ভুল বইয়ের ফাঁদে,
যে স্বপ্নটি
সবার চেয়ে ছোট,
ভুলে
ভরা বই পেয়ে অঝোর ধারায় কাঁদে ।
----------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*******************
No comments:
Post a Comment