Wednesday, March 13, 2019

বড় ভাল লোক ছিল!


                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
জানাজা নামাজের উপস্থিতি কি বলতে চায় শুনি,
প্রাণে প্রাণে ব্যাকুলতা ঘিরে আছে নিথর লাশখানি!
এ লাশ যে মুসল্লির হিয়ার মধ্যে তুলেছে শোকের ঢেউ
এত ভাল লোক ছিল, মন্দ বা তিরস্কার করেনি কেউ ।
চোখে মুখে বেদনার প্রতিচ্ছবি গড়েছে নতুন বসতখানি
নেই আর নেই, সত্যের পূজারী আমলে বলিয়ান শিরমণি।
জনতা বিদায় দিল তারে দু’হাত তুলে হাজারে হাজার
সে ভাল লোক ছিল !প্রার্থনায় প্রার্থনায় কেঁদেছে সমাহার
মরতে হবে জানি তবু চমক দিয়ে ওঠে
প্রাণ চায় না বুঝে, এমন লোক হয় না মোটে!
তারি সঙ্গে এ ক্ষণিক বুকে গড়ছে যারা বসতখানি
ওরা বুঝেছে ন্যায় পরায়ণ সততার উপহার তিনি ।
আজ আর নেই, সে আর নেই, এ জগত পানে
তবু আছে প্রেম তার ,এ  মানবের প্রাণে প্রাণে ।
তিনি এক উপমা ,ন্যায়ের প্রতীক, আদর্শের মহাকাশ !
ঘুষ নেয়নি, ক্ষমতা দেখায়নি,ঠকায়নি তার আশ -পাশ।
এ কি মানুষ নাকি অন্য কোন গ্রহের ধ্রুব তারা !
বড় ভাল লোক ছিল! তাইতো সবাই আত্ত্বহারা ।
ওহে বিধাতা,
 আজ যে তার আদর্শ্  ন্যায় নীতি প্রাণে প্রাণে বড় একা,
এমন শোক, এমন কা্ন্না, কোন জানাজায় প্রথম দেখা ।
ওগো ,হাজার সাক্ষী যেন তার মুক্তির ফরিয়াদ করে
তুমি কি দেখেছো প্রভূ- সে যে ছিল সদা নত শিরে ?

বড় ভাল লোক ছিল! এ ক্ষণিক পথের বাঁকে বাঁকে ।
এ বিদায় যেন বিদায় নয়! প্রাণে প্রাণে সে যেন থেকে।
--------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment