Sunday, March 24, 2019

আমাদের দেশে আজ




----------মোঃ আমিনুল এহছান মোল্লা
আমাদের দেশে আজ কত দুর্নীতি
অফিস আদলতে ঘুষ আর প্রীতি
দ্বারে দ্বারে ঘুরে তবু নাই মুখে হাসি
চাঁদাবাজি ধান্দাবাজি কত ভালবাসি।
পথে ঘাটে অলি গলি সব নিয়ে যায়
নেতা ভাই দেয় ঠাঁই ক্ষমতার ছায়ায়
আয় আয় দলে আয় নাই কোন পাপ
অস্রবাজি টেন্ডারবাজি সবই পাবি মাপ
নাটের গুরু টানে দড়ি, ঐ তরী  চলে
উঁচু যত চেয়ার পেলে নীচু যায় ভুলে
আমাদের দেশে আজ উঁচু ঘুটি বাজ
কাজবিনে গিল্লা করে নাই কোন লাজ
সৎ মরে হায় হায় কোথা তবে যাই ?
কর্তা বলে দুর দুর নাই তোর ঠাঁই !
দুঃখীর আঁখি জলে কেটে যায় বেলা
আমাদের দেশে আজ গরীবের হেলা ।
লাল সবুজ দেখে শুধু ক্ষমতার গান
সাম্যের বিভেদ তটে বিদ্রোহীর প্রাণ!
-------------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

****************


No comments:

Post a Comment