---------মোঃ
আমিনুল এহছান মোল্লা
দাও
ফিরে সেই পর্দা, লও এই আধুনিক
লও যত
শর্ট্ কাট, টইট ফিট পোষাক ।
হে আধুনিক
! হে নগ্ন সর্বনাশী,
দাও
সেই আবরণ ,মুক্তির চির শশী
ধর্ষণহীন
দিনগুলি, নেই আর সন্ধান
দিকে
দিকে উগ্র, এই তার অবদান
নারীর
ইজ্জত আজ ঘাতকের লালসে অবসান ।
আধুনিক
হয়ে নগ্ন সাজে নিত্য আলোড়ন
শ্রেষ্ঠতো
নয় পাপী তাপী নগ্নের অগ্রাসন ।
ধর্মের
বিধানগুলি, ভন্ডামী পিঞ্জরে নম
নম্র
পোষাকে সজ্জিত চাই, ওগো প্রিয়তম।
চাই
সম্মান, চাই মার্জিত পোষাকে
এই পারে
ছুঁড়ে দিতে চাই নগ্ন আধুনিক !
দাও
ফিরে সেই পর্দা, যা ছিল মা বোন বাঙ্গালীর
ভুলে
যাও এই আধূনিক, পৃথিবীর সব নারী -নর !
মানবের
অস্তিত্ত্বে চাই পবিত্র বিধির বন্ধন
জেগে
ওঠুক মার্জিত পোষাকে নর নারীর স্পন্দন ।
------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*************
No comments:
Post a Comment