Wednesday, March 13, 2019

সে আজ নিঃশব্দে আছে




                                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে মূল্যবোধেরা একদিন করেছিল কত কোলাহল
          লয়ে দলবল
সেই মানুষেরা অনৈতিক পাল তুলে
গর্জে দম্ভে মিথ্যের দ্বার খুলে;
নবীন- প্রবীন প্রাণে প্রাণে
নৈতিকতা এসেছিল এ ধরনি মানব কল্যাণে
সে আজ নিঃশব্দে আছে মিথ্যের গর্জনে;
আপনারে গ্রাসে
নিভৃতে একাকী বসিয়া কাঁদে চরিত্র সর্বনাশে
       চাহি সেই অন্তর পানে
মূল্যবোধের বিজয় নিশানে অনৈতিক হারিছে যেখানে।
-------------------------------------------

No comments:

Post a Comment