Sunday, March 24, 2019

আয়রে ওঠে কালের শীর্ষে




--------------মোঃ আমিনুল এহছান মোল্লা,

ওরে ভয় নে্‌ই আর, ভেদিয়া উঠিছে কৃষ্ণ মেঘের রবি,
বদ্ধ কপাটের শিকল ভাঙ্গিয়া জাগিছে তরুণ কবি!

মিছিলে মিছিলে স্বপ্ন দেখিয়ে  বাংলার অলি গলি
তরুণ তরুণী কর্ম্ যুদ্ধে দলে দলে আজ চলি !

উগ্র যুগের  ভ্রান্ত ভেদিয়া মুক্তির দ্বার খুলে
নেশার জগত হঠিয়া তবে বাংলার শত ছেলে!

অস্র ফেলিয়া কলম সৈনিক ছুটিছে দামাল দল
স্বপ্নের পথে জাগিছে তরুণ লাল-সবুজের পাল !

কে দমিবে রুখবে তাদের দেখতে তোরা আয়!
বঙ্গ মাতার বঙ্গ বীর শোধিবে জাতির দায় ।

পণ করিছে পিতার মন্ত্রে গড়িবে স্বদের এবার ।
মুক্তি যুদ্ধের অমর বানী সোনার বাংলা সবার ।

আসুক বাধা আসুক ঝড় বিজয়ী কৌশল জানা
পারিবে কেউ হঠিবে তোদের সমর রণের সেনা ?

দুষ্ট চক্রের বক্রগতি হারিয়ে অবিরত
আয়রে ওঠে কালের শীর্ষে, পিতার স্বপ্নের মত ।
----------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।

********************




No comments:

Post a Comment