কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১০-০৩-২৩ ইং।
*******************************
মানুষের মন, সে বিচিত্র সে বৃহৎ
মানবিক কিংবা নিষ্ঠুর মর্ম্রবৎ !
ইচ্ছে শক্তি থাকে যদি মহৎ হবার,
কে তারে দমায় এই ধরনী প্রান্তর ?
মানুষই পারে যেন মুছে দিতে গ্লানী
যদি হয় সে শুভ্র প্রাণ নশ্বর ধরনী।
এখানে লক্ষ বিন্দু প্রেম- ভালবাসা
যেখানে মানুষই পারে জাগাতে আশা।
মানুষের মন যেখানে আলোক গ্রহ,
সেখানে নাইকো হিংসে বিদ্বেষ বিরহ।
তবে কেন নয় প্রভাত সন্ধ্যার কিরণে
এই মন ওঠবে না জেগে সত্য গ্রহণে ?
----------------------------------------
No comments:
Post a Comment