Friday, March 10, 2023

অমি নির্ভয়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৩-২৩ ইং

*******************************

নজরুলের মত হও বিদ্রোহী, গাও সাম্যের গান,

তরবারি তুলে নেও হাতে - হও আগোয়ান!

তুল ঘূর্ণি ঝড় তুফান ! গাও জয়গান ।

তুল হে মুক্তির শ্লোগান, তুল হে তরঙ্গ বান

আর নহে জুলম অত্যচার শাসকের শোষন।

কে মুসলিম, কে হিন্দু -বৌদ্ধ –খ্রীষ্টান !

আমি মানি না তা, আমি বুঝি ঐক্যতান।

আমি বাঙালি, আমি  লাল-সবুজের সন্তান

আমি লক্ষ শহীদের রক্তের কল্লোল

আমি অগ্নি শিখার দাউ দাউ অনল ।

আমি দোসরের চুড়ান্ত বুলেট কামান

আমি জল্লাদ, আমি ফাঁসির ফরমান ।

করি নাকো ভয়, করি নাকো ভয় !

আমি দুর্জয় ! অমি নির্ভয়! নেই সংশয়

নজরুলের মত হও বিদ্রোহী, গাও সাম্যের গান,

তরবারি তুলে নেও হাতে - হও আগোয়ান!

No comments:

Post a Comment