Saturday, March 4, 2023

এ পরাজয় যেন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৪-৩-২৩ ইং

*******************************

মুক্তি অবরুদ্ধ, হতাশার রেখা ঘরে ঘরে,

এ পরাজয় যেন লুপে নিয়েছি ইচ্ছে করে।

চারিদিকে বিলষ্ঠ হিংস্রতা নগ্ন বর্বরতা-

ধর্মাধর্ম্ নেই- নেই কোন সত্যের প্রথা !

 

এক বৈষম্যের প্লাবন ঘিরে আছে আমাদের

শোষিত বঞ্চিত জন মানুষের সম-অধিকার।

অন্তরে অন্তরে দ্বিধাদ্বন্ধ, নাই পর- আপন

এলমেলো জীবনস্রোত বহে প্রকাশ্যে-গোপন।

 

যিনি শ্রদ্ধেয় তিনি আজ পদানত

অশ্রদ্ধেয় উঁচুশির দানবের মত।

চারিদিকে অজ্ঞ মূর্খের গর্জ্ন-তর্জ্ন !

অর্থ্ বৈভবের প্রচন্ড ঘূর্ণি ঝড় –কাঁপন !

 

মুক্তি অবরুদ্ধ, হতাশার রেখা ঘরে ঘরে,

এ পরাজয় যেন লুপে নিয়েছি ইচ্ছে করে।

-----------------------------------------

No comments:

Post a Comment