Saturday, March 11, 2023

তুমি হেরে গেলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১-০৩-২৩ ইং

উৎস্বর্গ্ঃ জনাব, তাজউদ্দিন আহম্মেদ মোল্লা।

*********************************************

তুমি হেরে গেলে শুরু হবে বিদ্রোহ চারিদিকে,

বঞ্চিত হবে অবহেলিত জনতার স্বপ্ন ভূ-লোকে।

তোমার পরশে ফুটে উঠে দুঃখী মানুষের হাসি

জগত জেনে গেছে তুমি সেই পূর্ণী শশী।

তুমি হেরে গেলে জ্যোৎস্না পাবে না কেউ,

যদি না জাগাও সূর্য্ কিরণের  ঢেউ

দুঃখী হবে পথ হারা এলমেলো পথিক !

জগত দুঃখীরা হবে বঞ্চিত দশ দিক।

অভিমান চূড়া হতে নেমে এসো ভাই,

তোমার মানবিক কুটিরে একটু দিও ঠাঁই।

শুনেছ ? শুনেছ ওই দুঃখী মানুষের কলরব ?

তোমায় ঘিরে স্বপ্ন বুঁনেছে ওরা  জীবন উৎসব।

তুমি হেরে গেলে শুরু হবে বিদ্রোহ চারিদিকে,

বঞ্চিত হবে অবহেলিত জনতার স্বপ্ন ভূ-লোকে।

----------------------------------------------

No comments:

Post a Comment