Monday, April 24, 2023

অবহেলিত তনুখানি

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৪-০৪-২৩ ইং

********************************

যদি অবহেলা কর বিপুল কলস্বরে,

সে আর আসবে না ফিরে আনন্দভরে।

মূর্তির মত নিস্প্রাণ হবে তার চাহনী,

দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না কাহিনী।

একাকী চলবে তুমি রজনীর পথ ধরি,

মুক্তি আর ফিরবে না কল্পনালহরী—

যে শিল্পি গেয়েছে সদা বিজয়ের গান

তুমি তারে অবহেলা করেছ মুগ্ধপ্রাণ।

আজ তুমি অসহায় শক্তিহীন নিঃশব্দ

অপলক চেয়ে আছ তার দিকে নিস্তব্ধ।

কত না অবহেলা করেছ সম্মুখ আসিয়া

আজ কেন লজ্জিত তার দিকে চাহিয়া ?

অবহেলিত তনুখানি দ্বিপ্রহর আলোকে

নিঃস্বার্থ্ জেগে আছে নশ্বর ভূ-লোকে।

---------------------------------------

No comments:

Post a Comment