Friday, April 14, 2023

বৈশাখের নব দোলায়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৪-২৩ ইং

***********************************

নব বর্ষ্ এল নব রূপে এল প্রকৃতির মাঝে,

শুধু এল না, সে এল না

তবু কে্উ যেন এসে এলমেলো করে যায়

বৈশাখী ঘূর্ণি ঝড়ের মতো

গভীরে খুব গভীরে উথরোল ঢেউ খেলে

অসীম আকাশে মুক্ত ডানা মেলে

দিগন্ত ছাড়িয়ে দুরন্তপনা ভাবনাগুলো

কাউকে খুঁজে পাগলের মতো—

একটু ভালবাসা দিতে কিংবা ভালবাসা পেতে

সেই হৃদয় কোথায় ?

সময় যায় -সময় আসে- নব রূপে আসে

প্রকৃতি তার মতো সাজে

শুধু সাজে না সে সাজে না প্রকৃতির মত

তুব স্বপ্ন বুঁনি তবু স্বপ্ন দেখি

বৈশাখের নব দোলায়, নব বেলায়- এ বসূধায়।

-----------------------------------------

No comments:

Post a Comment