কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০১-০৪-২৩
ইং।
***********************************
অফিসের ভিতরে তুমুল তুফান ঝড় ,
কে কার লোক এ পরিচয়ে তৎপর !
এখানে পদ-পদবীর নাই কোন ব্যবধান
কে কার লোক পরিচয়ে র্গ্জন- তর্জ্ন।
আমি চেয়ারম্যানের, আমি এমডির
আমি ওমুকের—
সুতবাং সবাধান ! সবাধান !
তুচ্ছ তাচ্ছুল্য করে যায় কঁচি কঁচি ডানা
এখানে কর্তৃপক্ষ নিবোর্ধ্ বধির- কানা।
অফিস যায় রসাতলে তবু নাহি চোখ খুলে
এ তার লোক, সে তার লোক এই কথা বলে।
আমি কার লোক ?
এর উত্তর যায়নি জানা এ ভূ-লোক।
আমি সারাধন কর্মচারী ! আমি লাঞ্চিত-বঞ্চিত !
আমি অবহেলিত—আমি শোসিত -অবিরত – -।
-------------------------------------------
No comments:
Post a Comment