কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৮-০৪-২৩ ইং।
***********************************
সেই র্স্মাট বাঙালি হতে পারিনি এখনো,
তবু স্বপ্ন দেখে দেখে কুড়াতে চেয়েছি মুক্তি
স্বাধীনতার মানচিত্রে নিভৃতে খুঁজেছি তারে
এতদিন কেউ স্বপ্ন দেখায়নি, দেখাতে পারিনি
আজ যখন তুমি বলেছো-
ঝিনুক খুলে মুক্তা দিবে, মুক্তা ছড়াবে
বিশ্বাস করেছি স্মাট বাংলাদেশের পতাকা উড়বে
আমি হব তোমার সারথী আগুনের নদী
মুক্তির চির তীব্রতম গভীর উল্লাসে
তোমার প্রাণের ভাষা বিষ্ময়ে পড়েছি,
স্বপ্নের উপর রেখেছি প্রবল বিশ্বাসের হাত
আমি র্স্মাট উন্নয়ন দেখেনি,
তুমি স্মার্ট্ বাংলাদেশের বীজ বুপন করেছো
চারিদিকে স্মার্ট্ পুস্পের পটভূমি-
সেই ফুল ফুটুক, সেই ফুল হাসুক-
লক্ষ শহীদের সমাধিতে--
---------------------------------------
No comments:
Post a Comment