Friday, April 28, 2023

জীবনের সূধা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৪-২৩ ইং

********************************

যে নিশ্বাস প্রশান্ত সম সীরণভরে,

একদিন শেষ হবে মরণের পরে।

থাকবে কেমনে অন্ধকার কবরে-

ওই দিগন্তপারে-

সে যদি জানতে তুমি ঘন মেঘভারে,

নশ্বরে নিবে গেছে সূর্যটা একেবারে।

তবে গভীর স্নিদ্ধ দৃষ্টি হত অতি নতশির

ওই পারওয়ার দীগার—

অন্তরে খুঁজে নিতে আল-কোরআন ।

দিতে না কভূ মোহের দৃষ্টি এ উদ্যান।

বাতিলের চুক্ষে তাকাতে না ক্ষণিক ধরায়

ওইপারে মুক্তি আশায়-

কি ক্ষণিক ! কি তুচ্ছ! জীবনের সূধা!

তবু ভুলে যাই  অসীমেরে এ বসূধা।

----------------------------------------

 

No comments:

Post a Comment