-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোমাকে দেখি না, শুধু এতটুকু বুঝি
ভিতরে কোথাও
প্রচন্ড প্রবাহে প্রবাহে তুমি ছুটে
চলেছো
প্রতিদিন চলেছো..
স্পন্দনে স্পন্দনে কম্পিতো প্রাণে ক্ষীপ্ত
ঢেউয়ের মতো
সেও তো প্রতিদিন, প্রভাত
সূর্যের ভঙ্গিতে চির দীপ্ত, জাগ
আন্তর-বাহ্যিক- অনুভবের দূর্গে !
গভীরে কিন্তু অদৃশ্যে স্থির স্বর্গের
মতো একটি প্রাণ
স্বপ্ন বুনে এ জগৎ-সংসার
প্রতিদিন প্রতিমুহূর্তে- ভালবাসার
আরবনে ।
তবে কেন একটিদিন “ ভালবাসা দিবস”!
সূর্য্ যদি প্রতিদিন দিবসকে ভালবেসে
জাগে উল্লাসে..
আঁধারে যদি চাঁদ হাসে তারাও জ্বলে যদি
পাশে- প্রতিদিন!
তুমি নও কেন –হে প্রেম- হে ভালবাসা ?
তোমাকে দেখি না, কিন্তু ভিতরে প্রতি
মুহূর্তে
ওই স্পন্দনে জেগে আছে যে প্রাণ
সে তো মৃত্যু অবদি চির উজ্জ্বল, চির
সোচ্চার
এক ভালবাসার ভিখারী ।
এ প্রাণ কে তুমি নিরাশ কর না- হে
ভালবাসা,
শুধু একদিনের জন্য রাঙা ফুলে ফুলে কেন
তুমি বিশ্ব ব্যাপি ?
বুঝি না কার মন্ত্রে তুমি এ বিপর্যয়ে
যে স্পন্দন প্রতিদিন প্রাণকে ভালবাসে.
সে প্রাণ কেন প্রতিদিন ভালবাসাকে
ভালবাসে না?
কি রয়েছে ওই একদিনের মধ্যে ?
একি ভালবাসা নাকি পরিহাস? নাকি হৃদয়ের
বিরুদ্ধে হৃদয়ের অপমান !
কিছুই বুঝি না এই উম্মাদনার ব্যর্থ্ বিলাপ
।
এ এক রঙহীন গোলাপের পাঁপড়ি ছড়ানো
বেদনা !
--------------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment